কাঙ্ক্ষিত ফোন

সুদূর থেকে ভেসে আসবে তোমার কণ্ঠস্বর, ’হ্যালো’

আমার হৃদয়ে ভেসে উঠবে তোমার প্রতিচ্ছবি

সেই রাঙা ঠোঁটের শৈল্পিক হাসি,

হৃদয় কাঁপানো চাহনি,

অষ্ফুটস্বরে জিজ্ঞেস করবে তুমি, ’কেমন আছ?’

আমি আছি সেই কাঙ্ক্ষিত ফোনের প্রতীক্ষায়।

 

কখন কেটে গেছে সুর্যরাজের শৈশব, কৈশোর

যৌবনে ও পড়েছে ভাটা,

বিদায় নিয়েছে গোধূলি লগ্ন,

বৈকালে এসেছিল শিউলি ফুলের আহ্‌বান

সবই উপেক্ষা করেছি আমি শুধু তোমার ফোনের জন্য।

 

শরতের আকাশে চাঁদের সাথে মেঘের লুকোচুরি খেলা,

জানালার ওপাশ থেকে জানিয়েছিল আহ্‌বান,

নিমন্ত্রণ জানিয়েছিল হিমেল হাওয়া,

তবু আমি বসেছিলাম শুধু তোমার ফোনের প্রতীক্ষায়।

 

নিস্তব্ধ রজনী মাঝে মাঝে বাতায়ন পাশে পত্রের মর্মর ধ্বনি

সচকিত করে তোলে আমায়

এই বুঝি বেজে উঠল রিং।

প্রতীক্ষার প্রহর

বিনিদ্র রজনী,

বিরহের রাত,

যেন এক দুঃসময়

যেন এক মহাকালের দংশন সম।

তবুও প্রতীক্ষায় আছি আমি কখন আসবে সেই কাঙ্ক্ষিত ফোন?

সমাপ্ত।

Facebook Twitter Email

চোখের সামনে যেকোন অসঙ্গতি মনের মধ্যে দাগ কাটতো, কিশোর মন প্রতিবাদী হয়ে উঠতো। তার বহিঃপ্রকাশ ঘটতো কবিতা লেখার মধ্য দিয়ে। ক্ষুধা ও দারিদ্রের বিরুদ্ধে, নির্যাতন ও বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদী কবিতা। কবিতার পাশাপাশি সামাজিক অসঙ্গতি নিয়ে শুরু হলো ছোটগল্প, উপন্যাস লেখা। একে একে প্রকাশিত হতে থাকলো কাব্যগ্রন্থ, উপন্যাস। প্রকাশিত হলো অমর একুশে বইমেলা-২০২০ পর্যন্ত ০১টি কাব্যগ্রন্থ, ১৪ টি উপন্যাস, ০৪ টি কিশোর উপন্যাস, ০১ টি গল্পগ্রন্থ এবং ০১ টি ধারাবাহিক উপন্যাসের ০৩ খণ্ড। গ্রন্থ আকারে প্রকাশের পাশাপাশি লেখা ছড়িয়ে পড়লো অনলাইনেও। লেখার শ্লোগানের মতো প্রতিটি উপন্যাসই যেন সামাজিক অবস্থার প্রতিচ্ছবি।

Posted in কবিতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*